কেএ মান্নান: আলমডাঙ্গা ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জামজামি ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন বাবলু চৌধুরী। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আ.লীগ সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, জামজামি ইউনিয়ন আলীগ সভাপতি মো. দিদার আলী মালিতা আলীগ সাধারণ সম্পাদক মো. রাহাব উদ্দিন। সিনিয়র শিক্ষক রবজেল হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন আলমডাঙ্গার ডাউকি ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ আলী মাস্টার, সাবেক চেয়ারম্যান মো. লুৎফর রহমান, জেসিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান, আ.লীগ নেতা রিপন শাহ্ , ইউনুচ আলী, শুকুর আলী, মতিয়ার রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রতন শাহ্, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান , ডাউকি ইউনিয়ন যুবলীগ সভাপতি বুলবুল আহমেদ প্রমুখ।