মাথাভাঙ্গা মনিটর: হার যেন পিছু ছাড়তেই চাইছে না ভারতীয় ক্রিকেট দলকে। অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরেজের চতুর্থ ম্যাচে বিরাট কোহলি ও শেখর ধাওয়ানের সেঞ্চুরি সত্ত্বেও হেরে গেল ভারত। গতকাল বুধবার ক্যানবেরার ম্যানুকা ওভালে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত সুচনা করে ভারত। ধাওয়ান আর রোহিত শর্মা করেন ৬৫ রানের জুটি। ২৫ বলে ৪১ রান করে রোহিত আউট হয়ে গেলে ধাওয়ান আর কোহলি গড়ে তোলেন ২১২ রানের বিশাল জুটি।
যখন ভারত নিশ্চিত জয়ের দিকে এগিয়ে যাচ্ছে তখনই ভাঙন ধরান জন হেস্টিংস। ২৯ ওভার ৩ বলে হেস্টিংসের বলে ব্যাক্তিগত ১২৬ করে জর্জ বেইলির হাতে ক্যাচ তুলে দেন শেখর ধাওয়ান। এরপর ব্যক্তিগত ১০৬ রানে রিচারডসনের বলে স্মিথের হাতে ধরা পড়েন অপর সেঞ্চুরিয়ান বিরাট কোহলি। ম্যাচ চলে যায় অজিদের দখলে। ৪৯ ওভার ২ বলে ৩২৩ রানে থেমে যায় ভারতের ইনিংস ফলাফল ২৫ রানের ব্যাবধানে পরাজয়। প্রথম তিন ম্যাচ হেরে আগেই সিরিজ হেরে বসে আছে মহেন্দ্র সিং ধোনির দল। এবার হারলো টানা চতুর্থ ম্যাচ। এর আগে অস্ট্রেলিয়াও দারুণ সুচনা করে। প্রথম জুটিতে ডেভিড ওয়ার্নার ও ফিঞ্চ করেন ১৮৭ রান। ডেভিড ওয়ার্নার ৭ রানের জন্য সেঞ্চুরি না পেলেও সেঞ্চুরি তুলে নেন অন্য ব্যাটসম্যান ফিঞ্চ। ১০৭ বলে ১০৭ রানের একটি ইনিংস খেলেন তিনি। দু উদ্বোধনী ব্যাটম্যানের বিদায়ের পর ৬৭ রানের জুটি গড়েন অধিনায়ক স্টিভেন স্মিথ ও মিচেল মার্শ ৩৩। দলের তৃতীয় সর্বোচ্চ স্কোর অধিনায়ক স্মিথের। ৪টি চার ও ৩টি ছয়ে ২৯ বলে ৫১ রানের ঝড়ো এক ইনিংস খেলেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল করেন ২০ বলে ৪১ রান। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেয় ইশান্ত শর্মা। এছাড়া ৬৭ রান দিয়ে তিন উইকেট নেন উমেশ যাদব।