হেরোইন বহন ও পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: মারণনেশা হেরোইন অবৈধভাবে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধরা পড়া বগুড়ার সেই মিশন নামের চোরাকারবারীর যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শিরীন কবিতা আখতার গতকাল বুধবার আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিত ব্যক্তি মো. মিশন বগুড়া জেলার শাহজাহানপুর থানার বালুহারা গ্রামের মঞ্জুর রহমানের ছেলে। ২০১৪ সালের ২৮ ডিসেম্বর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরের পূর্বাশা কাউন্টারের সামনে থেকে পুলিশের হাতে ধরা পড়ে। তার নিকট থেকে উদ্ধার করা হয় মারণনেশা হেরোইন। আসামি মিশনের বিরুদ্ধে ৮৭ লাখ টাকা মূল্যের হেরোইন নিজের হেফাজতে রাখার অভিযোগে দামুড়হুদা থানায় মামলা রুজু করা হয়। চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শামসুজ্জোহা জানান, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর বেলা ১২টা ৪০ মিনিটের সময় আসামি মিশন দামুড়হুদা শহরের পূর্বাশা পরিবহন কাউন্টারের সামনে থেকে ১ কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ পুলিশের হাতে ধরা পড়ে। ওইদিনই দামুড়হুদা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে দামুড়হুদা থানার এসআই মহব্বত আলী চার্জশিট প্রদান করেন। এ মামলায় মোট ১০ জন সাক্ষীকে পরীক্ষা করা হয়। সাক্ষ্যপ্রমানে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়। দুপুরে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়।