স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সীমান্ত মাধ্যমিক বিদ্যালয় ও সীমান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লে. কর্ণেল এসএম মনিরুজ্জমান বিজিবিএমকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মেহজাবীন।
গতকাল দুপুর ২টায় সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মেহজাবীনের সভাপতিত্বে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি চুয়াডাঙ্গা ৬-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্ণেল এস.এম মনিরুজ্জামান বিজিবিএম। বিদায়ী অনুষ্ঠানে দুই স্কুলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এ সময় বিদায়ী সভাপতি বলেন বিগত প্রায় আড়াই বছর সীমান্ত সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্ব পালনকালে যদি কোন অবহেলা হয়ে থাকে তাহলে আগামীতে যিনিই সভাপতি হবেন তিনি সেই বিষয়টি দেখবেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের স্বার্থে তার দায়িত্ব পালন করবেন। তিনি আরো বলেন বিদ্যালয় দুটির শিক্ষার মান উন্নয়নের জন্য কর্মরত সকল শিক্ষকদের আরো আন্তরিক হতে হবে। অনুষ্ঠানে সীমান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত সহকারী শিক্ষক সাব্বির আহম্মেদের স্ত্রীর হাতে দুই স্কুলের পক্ষ থেকে ৩০ হাজার টাকা অনুদান সহায়তা প্রদান করেন সভাপতি। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ৬-বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মেজর আনোয়ার জাহিদ, সীমান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদা বেগম জোয়ার্দ্দারসহ দুটি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকবৃন্দ। সভাপতিকে বিদায় দিতে গিয়ে দুই স্কুলের শিক্ষকবৃন্দরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন বিগত দিনে এমন সভাপতি পাবো বলে মনে হয় না। যিনি সর্বদাই স্কুলের সার্বিক দেখাশুনা করতেন। এ সময় বিদায়ী সভাপতি স্কুলের বিজ্ঞানাগারের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেয়ার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুল ইসলাম।