মেহেরপুরের কামদেবপুর ও কালাচাঁদপুর গ্রামবাসীর মধ্যে বিভেদ দূর হয়েছে

মেহেরপুর অফিস: দীর্ঘ প্রায় দেড় মাস পরে মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর ও কালাচাঁদপুর গ্রামবাসীর মধ্যে বিভেদ দূর হয়েছে। একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলা শুরু করেছে তারা আবারও। গতকাল মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে ও মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিবের সহযোগিতায় বিবাদমান দু গ্রামবাসীর মধ্যে ওই বিভেদ দূর হয়েছে।
উভয় গ্রামবাসীর একে অপরকে ফুল দিয়ে পরস্পরের মধ্যের বিভেদ দূর করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব, জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশান।
পরে কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় কার্যানির্বাহী কমিটির সভাপতি এসএম আব্বাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসরাইল হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইকবাল হোসেন বুলবুল প্রমুখ। মীমাংসার পরে ছাত্র-ছাত্রীরা আবারো কামদেবপুর স্কুলে যাতায়াত শুরু করে।
উল্লেখ্য, প্রায় দেড়মাস আগে কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের দু ছাত্রের মারামারিকে কেন্দ্র করে কামদেবপুর ও কালাচাঁদপুর গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে কালাচাঁদপুর গ্রামের প্রায় ৫০ শিক্ষার্থী বিদ্যালয়ে যাতায়াত বন্ধ রাখে।