চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের মাঠের বাগানে পাতা কোড়াতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরনে খোদেজা বেগম (৭০) নামে এক বৃদ্ধা মারাতœক আহত হয়েছে। খোদেজা মদনা গ্রামের মৃত্যু ফকির মোহাম্মদের স্ত্রী। সে এখন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মদনা গ্রামের মৃত্যু ফকির মোহাম্মদের স্ত্রী খোদেজা বেগম (৭০) গ্রামের প¦ার্শবর্তী রকিবের আমবাগানে পাতা কোড়াতে যায়। পাতা কোড়ানোর সময় একটি জর্দার কোর্টার আকৃতির একটি বোমা জর্দার কৌর্টা ভেবে বাড়ী নিয়ে আসে। পরে কৌর্টাটি জাতী দিয়ে কাটতে গেলে তা বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। এতে সে মারাতœক আহত হয় তার দুই হাত ও মুখ ঝলসে যায়। স্থানীয়রা বোমার বিকট শব্দ শুনে এগিয়ে গিয়ে তাকে মারতœক আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে। সে এখন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।