স্টাফ রিপোর্টার: আমগাছে উঠে পাতাপাড়তে গিয়ে আছড়ে পড়ে গুরুতর জখম হাশেম আলী (৪২) মারা গেছেন। গতকাল বুধবার দুপুরে বাড়ির নিকটস্থ দোকান সংলগ্ন আমগাছ থেকে পাতা পাড়তে গিয়ে আছড়ে পড়ে গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে বুকে তীব্র যন্ত্রণা শুরু হলে সন্ধ্যায় নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। চিকিৎসার এক পর্যপর্যায়ে গতরাত ১২টার দিকে মারা যান তিনি।
হাশেম আলী আলমডাঙ্গার পার লক্ষ্মীপুরের মৃত খবির উদ্দীনের ছেলে। তিনি ছিলেন একমাত্র উপর্যনক্ষম পুরুষ। তার রয়েছে দু ছেলে এ মেয়ে ও স্ত্রী। শিশু সন্তানদের নিয়ে স্ত্রী বানুরা খাতুন পড়েছেন অথৈ সাগরে। তার বুক ফাটা আর্তনাদে গতরাতে হাসপাতালের পরিবেশ ভরি হয়ে ওঠে।