কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে এ মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক আনারকলি মাহবুব। এ সময় তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলতে এবং মধ্যম আয়ের দেশে পরিণত করতে রূপকল্প-২০২১ বাস্তবায়নের যে উদ্যোগ নিয়েছিলেন তা অনেকদুর পর্যন্ত এগিয়েছে। ২০২১ সালের আগেই আমাদের এই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্বের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে। স্বপ্নের মাধ্যমে আমরা আকাশ ছুতে চাই। মেলার আহ্বায়ক ও কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মুজিব-উল-ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (আইসিটি) শাখাওয়াত হোসেন, সিভিল সার্জন মুস্তাফিজুর রহমান, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা, এটুআই প্রোগ্রামের প্রোগ্রাম এসোসিয়েট আসাদ-উজ-জামান। পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন অতিথিরা। মেলায় সরকারি-বেসরকারি ৮১টি স্টল স্থান পেয়েছে। আগামীকাল শুক্রবার বিকেলে শেষ হবে এই মেলা।