এমপিওসহ বিভিন্ন দাবিতে তেঁতুল শেখ কলেজে ও চুয়াডাঙ্গা একাডেমিতে মতবিনিময় মানববন্ধন

স্টাফ রিপোর্টার: অষ্টম জাতীয় পে-স্কেলে অন্তর্ভূক্ত এবং সকল নন-এমপিও স্কুল কলেজের এমপিও প্রদানের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার আয়োজনে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ।
গতকাল বুধবার সকাল ১০টায় সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজে অষ্টম জাতীয় পে-স্কেলে অন্তর্ভূক্ত এবং সকল নন-এমপিও স্কুল কলেজের এমপিও প্রদানের দাবিতে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লা শেখ। প্রধান অতিথি বলেন, নতুন স্কেলে বেতন-ভাতা ও বকেয়া প্রাপ্তির ব্যাপারে অন্ধকারে রয়েছেন এমপিওভুক্ত কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষক-কর্মচারীরা। এ সময় তিনি আরো বলেন, দেশের সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও প্রদান করতে হবে তা না হলে শিক্ষকরা যে আন্দোলনের ডাক দিয়েছেন তা আরো বেগবান হয়ে সারা দেশের স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ হয়ে যাবে। আরো বক্তব্য রাখেন, বদরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার অধিকারী, ডিঙ্গেদহ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মুন্সি মুজিবুর রহমান, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, আবুল কাশেম, ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ, হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, তেঁতুল শেখ কলেজের প্রভাষক আরিফ হোসেন, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মোমিন, বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুল ইসলাম ও সভাপতি ফজলুর রহমান। মতবিনিময় সভাটি পরিচালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ঐক্যজোটের চুয়াডাঙ্গা জেলা শাখার সমন্বয়কারী প্রফেসর শেখ সেলিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন ও সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহিনুল ইসলামসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকনেতৃবৃন্দ।
এদিকে, একই দাবিতে দুপুর ১২টায় চুয়াডাঙ্গা একাডেমিতে মতবিনিময়সভা একাডেমি স্কুলের প্রধান ফটকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক সুকেশ কুমার বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন, প্রফেসর শেখ সেলিম, বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, সদর উপজেলা সভাপতি নূর মোহাম্মদ। সভায় বক্তব্য রাখেন রাহেলা খাতুন গার্লস একাডেমির সহকারী শিক্ষক সাইফুল্লাহ, সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহিনুল ইসলাম ও আলুকদিয়া রোমেলা খাতুন বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান মিঠু।
এ সময় শিক্ষক নেতৃবৃন্দ আগামী ২৫ তারিখে স্থানীয় শহীদ হাসান চত্বরে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানের জন্য জেলার সকল এমপিও নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।