আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীণ শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বিদ্যালয় চত্বরে এ বিদায়-বরণ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর মকলেচুর রহমান টজোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক ফাতরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ইউনিয়ন শিক্ষা মানোন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মহাসীন আলী খান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অবসরপ্রাপ্ত শিক্ষিকা শাহানারা বেগম, ইউপি সদস্য শেখ ফরহাদ হোসেন সেলিম, শেখ রেজা আলী, খন্দকার নাসির উদ্দিন সোহাগ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সোনা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক আহসানউল্লাহ।