স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুরের বোয়ালমারি গ্রামের সাইফুল ইসলাম (৩৫) মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে দর্শনার উদ্দেশে রওনা হয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আব্দুল খালেকের ছেলে। কর্তব্যরত চিকিৎসক বলেছেন, মাথায় গুরুতর আঘাতের কারণে জ্ঞান ফেরেনি। চিকিৎসা দেয়া হচ্ছে। আশা করছি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি।