মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্স সরকারি শিশু পরিবার চত্বরে শিশু পরিবারে ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো. হেমায়েত উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমানসহ শিশু পরিবারের ছাত্রীরা।