মাথাভাঙ্গা মনিটর: ব্রিটিশ এক নম্বর টেনিস তারকা জোহানা কন্টার কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন অষ্টম বাছাই ভেনাস উইলিয়ামস। দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে কন্টার কাছে ৬-৪, ৬-২ গেমে হেরেছেন ৩৫ বছর বয়সী ভেনাস। সাতটি গ্র্যান্ডস্লাম শিরোপা জেতা উইলিয়ামস ভগ্নীদ্বয়ের বড়জন ভেনাসকে হারাতে মাত্র ৭৯ মিনিট সময় নিয়েছেন ২৪ বছর বয়সী কন্টা। খেলার সময় অবশ্য পায়ের পেশিতে প্রচণ্ড ব্যথা নিয়ে খেলেছেন তিনি। ভেনাসকে নিজের রোল মডেল হিসেবে উল্লেখ করেছিলেন কন্টা। নিজের আইডলকে হারিয়ে উচ্ছ্বসিত কন্টা বলেন, এটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক যে তার বয়স কতো, কারণ তার টেনিসে তার অনেক অভিজ্ঞতা ও জ্ঞান রয়েছে। তিনি যদি এক পায়ের ওপর ভর দিয়েও খেলেন তাহলেও আপনাকে খুব সতর্কতার সাথে খেলতে হবে। তার প্রতি আমার পরিপূর্ণ শ্রদ্ধা রয়েছে।