স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের সদর উপজেলার হাটগোপালপুর বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওই বাজারের অমল ভট্টাচার্যের ধান পাটের গুদামে আগুন লাগে। এতে এক হাজার মণ পাট, ৮শ মণ ধান ও ৭শ মণ চাল ভস্মীভূত হয়েছে।
ঝিনাইদহ ফায়ার ব্রিগেড স্টেশনের পরিদর্শক মিয়ারাজ উদ্দিন জানান, পাশের একটি ঘরে ওয়েল্ডিংয়ের কাজ চলছিলো। সেখান থেকে আগুনের ফুলকি ছুটে গিয়ে ওই গুদামের পাটে আগুন ধরে যায়। মুহূর্তে মধ্যে আগুন সারা গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে এসব পাট ধান ও চাল ছাই হয়ে যায়।