জীবননগর ব্যুরো: জীবননগরে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রাঙ্গণ মাঠে জুনিয়র একাদশ ২-১ গোলে সিনিয়র একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন লাভ করে।
খেলার শুরুতে জুনিয়র একাদশের পক্ষে সিপেন একটি গোল করে ১-০ তে এগিয়ে থাকে। পরে দ্বিতীয়ার্ধে সিনিয়র একাদশের পক্ষে আজিম একটি গোল করে সমতায় আনেন এবং শেষ সময়ে জুনিয়র একাদশের পক্ষে তুহিন অরো ১টি গোল করে তাদের জয় নিশ্চিন করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল হোসেন, সমবায় অফিসার মোতাহার হোসেন, সহকারী শিক্ষা অফিসার জিল্লুর রহমান, প্রকল্প কর্মকর্তা সামনুর রহমান ও সমন্বয়কারী আব্দুস সাত্তার প্রমুখ।