আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কামালপুর কেপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার কামালপুর চৌধুরীপাড়ামাঠে কামালপুর ভিক্টোরিয়া ক্লাব ও কামালপুর টাইগার ক্লাব ফাইনালে অংশগ্রহণ করে। খেলায় কামালপুর ভিক্টোরিয়া ক্লাব ১৩ ওভার ৩ বলে ৯ উইকেটে ৯০ রান করেন। জবাবে কামালপুর টাইগার ক্লাব ১১ ওভার ৫ বলে ৫ উইকেটে ৯১ রান করে জয়লাভ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান কবি গোলাম রহমান চৌধুরীর সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন আমেরিকান প্রাবাসী ক্রীড়ানুরাগী সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ প্রভাষক মফিজুর রহমান, মিনহাজ উদ্দিন, সিরাজ উদ্দিন মণ্ডল, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন (সাবেক মেম্বর), ইবাদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন আবু মুছা, তানজিল হক, উছমান গনি, মমিন, সামাদ, হাবিবুর ও লাল্টু। খেলাটির আম্প্যায়ার ছিলেন আলী হোসেন ও রাজিব। ধারা ভাষ্যকারে ছিলেন নাজিব ও লাল্টু। প্রধান অতিথি সাইদুল ইসলাম বলেন, প্রতি বছর খেলাটি অব্যাহত থাকবে এবং খেলা বিষয় যা কিছু প্রয়োজন তা আমি সহায়তা করার চেষ্টা করবো। আলাউদ্দিন আহমেদ পাঠাগার কর্তৃক ম্যান অব দ্য ম্যাচ ও বিভিন্ন খেলোয়াড়দের মাঝে উপহার বিতরণ করে।