মেহেরপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটিরসভা

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটিরসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব, কাথুলী বিজিবি কোম্পানি ক্যাম্প ইনচার্জ খান আব্দুল আজিজ, মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো প্রমুখ।