মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা বাস্তুহার লীগের সাথে মামলার বাদী সদর উপজেলার টেংগার মাঠ (কাজিপুরপাড়ার) মো. আখের আলীর ছেলে জিল্লুর রহমানের সমঝোতা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর শাহ আলম পৌর মার্কেট প্রাঙ্গণে ওই সমঝোতা হয়।
স্থানীয় সাংবাদিকদের সামনে মামলা আপোস মীমাংসা সংক্রান্ত অ্যাফিডেভিট হস্তান্তর করা হয়। মামলার বাদী মো. জিল্লুর রহমান অ্যাফিডেভিটে উল্লেখ করেন। ভূল বোঝাবুঝি কারণে তিনি বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর-০৯, তাং-১৫ জানুয়ারি ১৬। বর্তমানে জি.আর ১৩/১৬ নং মামলা রূপে বিচারাধীন আছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে মেহেরপুর বীজ প্রত্যায়ন কেন্দ্রে গিয়ে শ্রমিকদের কাজে বাধা দেয় এবং কাজ শেষে তারা বাইরে গেলে তাদের মারধর করেছে মর্মে মেহেরপুর সদর উপজেলার টেংগারমাঠ কাজিপুরপাড়ার জিল্লুর রহমান বাদী হয়ে চাঁদাবাজীসহ কয়েকটি ধারায় জেলা বাস্তুহারা লীগের সভাপতি ফিরোজ আলীসহ মোট ১১ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় বিদ্যুত নামের একজন বাস্তুহারালীগের সদস্য আটক রয়েছে।