মেহেরপুর অফিস: মেহেরপুরে পৃথম দুটি ভ্রাম্যমাণ আদালতে মাদক রাখার অপরাধে হুমায়ন কবির সজল (২২), নাসির উদ্দিন (২১) ও সেলিম হোসেন (২৫) নামের তিন যুবকের ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম ও শুভ্রা দাস পৃথক পৃথক আদালত পরিচালনা করে এ রায় আদেশ দেন। দণ্ডিত হুমায়ন কবির ও নাসির উদ্দিনের বাড়ি মেহেরপুর শহরের বেড় পাড়ায় এবং সেলিম হোসেনের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা গ্রামে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই জালালউদ্দিন নেতৃত্বে মেহেরপুর শহরের বেড়পাড়ায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ হুমায়ন কবির সজল, নাসির উদ্দিনকে আটক করেন।
অপরদিকে দুপুর ২টার দিকে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টাস্কফোর্সের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার বামন্দি বাজারে অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজাসহ সেলিম হোসেনকে আটক করে।