মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামে অগ্নিকাণ্ডে জেকের আলী নামের এক কৃষকের বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার দুপুরে তার বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কৃষক জেকের আলীর দুটি বসতঘর, ৪৮ হাজার টাকাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন তিনি।ি স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক সেলিম রেজার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।