গাংনী প্রতিনিধি: ৭৫ বোতল ফেনসিডিলসহ দু মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেহেরপুর গাংনী থানা পুলিশ। গতকাল সোমবার সকালে হাড়াভাঙ্গা মাদরাসা মোড়ে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- কুষ্টিয়ার খোকসা উপজেলার ইশ্বরদীর বাবুল রায়ের ছেলে তন্ময় রায় (২৫) ও একতারপুরের রিয়াজ উদ্দীনের ছেলে সুজন আহম্মেদ (২০)।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, সীমান্ত এলাকা থেকে গ্রেফতার দু মাদকব্যবসায়ী দেহের সাথে অভিনব কায়দায় ফেনসিডিল নিয়ে তাদের গন্তব্যে ফিরছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পীরতলা পুলিশ ক্যাম্পের একটি দল হাড়াভাঙ্গা মোড়ে অবস্থান নেয়। এ সময় তন্ময় ও সুজন পুলিশের অভিযান দল পেরিয়ে যাওয়ার সময় তাদেরকে হাতেনাতে ৭৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। গতকালই তাদের নামে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আদালতে সোপর্দ করা হয়েছে।