দৈনিক মাথাভাঙ্গার বিক্রয় প্রতিনিধি রিয়াজ উদ্দিনের ইন্তেকাল

দর্শনা অফিস: দৈনিক মাথাভাঙ্গার বিক্রয় প্রতিনিধি রিয়াজ উদ্দিন ইন্তেকাল করেছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। দর্শনা পরাণপুর রিফুজি কলোনীপাড়ার রিয়াজ উদ্দিন (৭০) মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দর্শনা রামনগরের দৈনিক মাথাভাঙ্গার পত্রিকা বিক্রয় প্রতিনিধি আমির হোসেনের পিতা রিয়াজ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমীন, বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, দর্শনা ব্যুরো প্রধান হারুন রাজু, সহকারী ব্যুরো প্রধান হানিফ মণ্ডলসহ মাথাভাঙ্গা পরিবার সমবেদনা জানিয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রিফুজিপাড়া মসজিদ চত্বরে জানাজা শেষে মোবারকপাড়া গোরস্তানে দাফন সম্পন্ন করা হবে।