দর্শনা অফিস: দামুড়হুদার মুন্সিপুর বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে মদসহ দুর্গাপুরের বিল্লাল নামের এক মাদককারবারীকে আটক করেছে। বিল্লালের বিরুদ্ধে বিজিবি দায়ের করেছে মামলা। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে দামুড়হুদার মুন্সিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার নাসির উদ্দিনের নেতৃত্বে ল্যান্স নায়েক রাসেল সিকদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান মুন্সিপুর মাঠে। বিজিবি সদস্যরা ওই মাঠ থেকে আটক করেছে দামুড়হুদার কুড়–লগাছি ইউনিয়নের দুর্গাপুরের আফসার আলীর ছেলে বিল্লালকে (২৩)। বিজিবি সদস্যরা বিল্লালের কাছ থেকে উদ্ধার করেছে ৩ বোতল ভারতীয় মদ ও তার ব্যবহৃত রেজিস্টেশন বিহীন ৫০ সিসি মোটরসাইকেল। এ ঘটনায় হাবিলদার নাসির উদ্দিন বাদি হয়ে গতকালই বিল্লালের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।