ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় গত রোববার সন্ধ্যায় ইয়াবাসহ আমজাদ হোসেন (৪৭) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় তার নিকট থেকে ২৯৫ পিস ইয়াবা পাওয়া যায়। সে রাজবাড়ি জেলার পাংশা উপজেলার নান্দুয়ালী গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে। সূত্র জানায়, আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত। ঝিনাইদহ র্যাবের ভারপ্রাপ্ত কমান্ডার বজলুর রহমান জানান, আমজাদ দীর্ঘদিন মাদকব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় লাঙ্গলবাঁধ বাজার নদীর ঘাট থেকে আমজাদকে ২৮৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।