ইবির প্রথম নারী ডিনের দায়িত্ব গ্রহণ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও শরিয়াহ অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নুরুন নাহার। গতকাল সোমবার আইন ও শরিয়াহ অনুষদের সভাকক্ষে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। গত ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে আইন ও শরিয়াহ অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেয়। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ডিন।
বিশ্ববিদ্যালয়সূত্রে জানা যায়, গতকাল সোমবার আইন ও শরিয়াহ অনুষদের সভাকক্ষে আয়োজিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. নুরুন নাহার। তিনি সাবেক ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. অলী উল্লাহ, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. রেবা মণ্ডল, অধ্যাপক ড. আক্রাম হোসাইন মজুমদার, অধ্যাপক ড. রুহুল আমিন ভূইয়া, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. এম এয়াকুব আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের জেষ্ঠ শিক্ষক সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খাঁন। সঞ্চালনা করেন একই বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন। অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নুতন ডিনকে শুভেচ্ছা জানান বিদায়ী ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম। পরে তিনি নতুন ডিনের কাছে নথিপত্র হস্তান্তরেরর মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে ডিন কক্ষে বিভিন্ন সংগঠন থেকে নতুন ডিনকে ফুলদিয়ে শুভেচ্ছা জানানো হয়। অধ্যাপক ড. নুরুন নাহার আগামী ২ বছর ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে তিনি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য হলেন।