ঝিনাইদহের বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পে মাটি ভরাট প্রকল্পের টাকা উধাও!

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পে মাটি ভরাট প্রকল্পের টাকা উধাও হয়ে গেছে। ভুয়া মাস্টাররোল তৈরি করে এই টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঝিনাইদহ প্রকল্প বাস্তবায়ন অফিস তদন্ত করছে বলে জানা গেছে। ক্যাম্পে মাটি ভরাটের নামে টাকা আত্মসাতের ঘটনা এলাকার সর্বস্তরের মানুষের আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ঝিনাইদহ জেলা ত্রাণ শাখাসূত্রে জানা গেছে, গত বছর মে মাসে ত্রাণ মন্ত্রণালয় ঝিনাইদহ বরাবর একটি চিঠি প্রেরণ করেন। চিঠিতে ১২৮টি প্রকল্পের জন্য ৪৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য জেলার ইউনিয়ন পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হয়। এখান থেকে ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নরে বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পে মাটি ভরাটের নামে ৪০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু প্রকল্পের পিআইও ভুয়া মাস্টাররোল তৈরি করে টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ হয়ে পড়লে চরম ক্ষোভের সৃষ্টি হয় এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে। এ বিষয়ে ঝিনাইদহ প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহমান জানান, এমন একটা অভিযোগ সম্পর্কে খোঁজ খবর নেয়া হয়েছে।