স্টাফ রিপোর্টার: আবহওয়া অধিদফতর ৫ দিনের পূর্বাভাসে বলেছে, রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আর ৪৮ ঘণ্টার পুর্বাভাসে বলেছে বৃষ্টির সম্ভাবনা রযেছে। গতকাল রোববার শ্রীমঙ্গল ও নওগা এলাকার উপর দিয়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। দেশের সর্বনিন্ম তাপমাত্রা গতকাল সিলেটের শ্রীমঙ্গল ও রাজশাহী বিভাগের বদলগাছিতে ৮ দশমিক ২, সর্বোচ্চ টেনাফে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গায় গতকাল ছিলো সর্বোচ্চ ২৫ দশমিক ৫ ও সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের খবর পাওয়া গেছে। এদিকে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ ৪শ পিস কম্বল চুয়াডাঙ্গা পৌর বিএনপির নেতৃবৃন্দের কাছে অসহায় দুস্থদের মাঝে বিতরণের লক্ষ্যে হস্তান্তর করেন। গতকাল সন্ধ্যায় শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবু আলা শামসুজ্জামান, আবু বক্কর সিদ্দিক আবু, মাহমুদুল হক পল্টু, আলাউদ্দিন আলা, খাইরুল ইসলাম, রাশেদুল ইসলাম রাশেদ, পিন্টু, আশাদুল হক বটুল, বাপ্পি, মনোয়ার হোসেন, বজলুর রহমান, লালন, রায়হান, সানু, শিমুল, নাঈম, রুবেল, আপেল, আবুল হাসেম, নজরুল বিডিআর প্রমুখ।
ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার পলাশপাড়ায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে আকাঙ্ক্ষা মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয়ে শীতার্তদের মাঝে ৩০০ পিচ কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, আকাঙ্ক্ষা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহীন সুলতানা মিলি, সংস্থার উপদেষ্টা ফিরোজ খন্দকার, পৌর কাউন্সিলর রেজাউল করিম, সেলিনা জেসমিন সম্পা, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সহসমন্বয়কারী আসাদুজ্জামান প্রমুখ।