মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের উপকন্ঠ দিঘীরপাড়ায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও হেরোইনসহ এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী বাদল হোসেনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে সদর থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
এসআই রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিঘীরপাড়ার বাদলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল এবং ৭ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে আটক করে থানায় নেয়া হয়। তিনি বলেন, আটক বাদলের বিরুদ্ধে মেহেরপুর সদর ও গাংনী থানায় ৫টি মামলা রয়েছে। অপরদিকে, মেহেরপুর সদর থানার এসআই মীর মেজবাহুর দারাইন তার সঙ্গীয় ফোর্সসহ শহরের বেড় পাড়ায় অভিযান চালিয়ে এক গ্রাম হেরোইনসহ লতিফ নামের এক যুবককে আটক করেন। আটক আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।