দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ডিএফএল প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে দামুড়হুদা স্টেডিয়ামে আলোর ঝিলিক ও রংধুন ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের শেষদিকে আলোর ঝিলিকের ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় জিনারুল ইসলাম জিনার গোল করে দলকে এগিয়ে নেয়। এর কিছুক্ষণ পরই রংধনু পেনাল্টি লাভ করে। রংধনুর ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় মিলন বিশ্বাস পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান। ফলে টাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ হয়। টাইব্রেকারে রংধনু ৬-৫ গোলে আলোর ঝিলিককে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিক হন রংধনুর গোলকিপার শুভ। খেলা শেষে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সভাপাতি এখলাছ উদ্দিন সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা হাজি বদর উদ্দীন, হাজি আব্দুল আজিজ মল্লিক, সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, আলোর ঝিলিকের স্বত্বাধিকারী রাশেদুজ্জামান বিল্টু, রংধনুর স্বত্বাধিকারী ইমরান হোসেন তোতা, শহিদ আজম সদু প্রমুখ। দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন চ্যাম্পিয়ন দলকে আর্থিক সহায়তা প্রদান করেন। খেলায় রেফারির ছিলেন হাফিজুর রহমান কাজল, ইকতিয়ার রহমান ও সালাউদ্দিন। ধারাভাষ্য দেন জান মোহাম্মদ জান্টু মাস্টার। অনুষ্ঠানটি পরিচালনা করেন শওকত আলী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান আলী।