জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার শিংনগর সীমান্ত হতে ৯১ বোতল ফেনসিডিলসহ আকুন্দবাড়িয়ার চিহ্নিত মাদকব্যবসায়ী কাজিন হোসেনকে (৩০) আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর বিজিবি শিংনগর হালদারপাড়া মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করে।
জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে রাজাপুর বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শিংনগর হালদারাপাড়া মাঠে অভিযান পরিচালনা করেন। এ সময় ৯১ বোতল ফেনসিডিলসহ চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের নুর ইসলামের ছেলে কাজিন হোসেনকে আটক করে। আটককৃত কাজিনকে গতকাল শনিবার জীবননগর থানাতে সোপর্দ করা হয়।