চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির কোষাধ্যক্ষ হাজি আব্দুল হালিম মুন্সীর ইন্তেকাল : আজ দাফন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বিশিষ্ট ঠিকাদার জেলা ইটভাটা মালিক সমিতির কোষাধ্যক্ষ হাজি আব্দুল হালিম মুন্সী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাত ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর। আজ বাদ আছর চুয়াডাঙ্গার জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হবে।
‌চুয়াডাঙ্গা টাউন কমিটির সাবেক চেয়ারম্যান বড়বাজারপাড়ার আব্দুল মালেক মুন্সীর দ্বিতীয় পুত্র হাজি আব্দুল হালিম মুন্সী মস্তিস্কে রক্তক্ষরণ রোগে আক্রান্ত হন। তাকে নেয়া হয় ঢাকায়। প্রথমে স্কয়ার ও পরে সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। গত পরশু তিনি কোমায় চলে যান। কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখার পর গতরাত ৯টায় তিনি মৃত্যুবরণ করেন। গতরাতেই তার মৃতদেহ চুয়াডাঙ্গার উদ্দেশে নেয়া হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ বাদ আছর জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হবে। অপরদিকে চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি হাজি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব এক শোক বার্তায় মরহুমের নামাজে জানাজায় সকলকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। একই সাথে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়ে বলেছেন, হাজি আব্দুল হালিম মুন্সি ছিলেন একজন ভালো মানুষ। তাকে হারিয়ে আমদের সংগঠনের বড় ক্ষতি হয়ে গেলো। জানা গেছে, আব্দুল মালেক মুন্সীর ৮ ছেলে তিন মেয়ের মধ্যে হাজি আব্দুল হালিম মুন্সী ছিলেন দ্বিতীয়। মৃত্যুকালে তিনি দু কন্যা ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।