কোটচাঁপুরের লক্ষ্মীপুর বাজারে দুই লাখ টাকার মালামাল চুরি

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীপুর বাজারে গত রাতে চুরি সংঘটিত হয়েছে। ডাকাতদল ৩টি দোকান থেকে দুই লাখের বেশি টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। বাজারের নাইটগার্ড রাতে ডিউটি না করায় চোরেরা সুযোগ বুঝে ৩টি দোকানে হানা দেয় বলে বাজারের ব্যবসায়ীরা জানান। এ বিষয়ে লক্ষ্মীপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শরিয়তুল্লা জানান, গত শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুর বাজারের হুসাইন গার্মেন্টস থেকে এক লাখ ১০ হাজার টাকা, হারুনের কাপড়ের দোকান থেকে ৬০ হাজার টাকা ও ফিরোজের আল-আমিন গার্মেন্টস থেকে ৫০ হাজার টাকার চুরি হয়। এদিকে বাজার কমিটির সদস্যরা অভিযোগ করেছেন ডোম বাবলুর ছেলে ঠাণ্ডু এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। সে এই চুরির সাথে জড়িত কি-না তা তদন্ত করার দাবি করেছেন। এলাকাবাসী জানায় প্রায় এ ধরনের চুরি হচ্ছে। কিছুদিন আগে লক্ষ্মীপুর সরান মাঠ থেকে চুরি হয়েছে। আলফাজ উদ্দীন নামে এক কৃষকরে বাড়িতেও ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। তারা জামিনে মুক্ত হয়ে বাড়ি আসার পর আবারো চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে বলে গ্রামবাসীর অভিযোগ। তবে এসব অভিযোগের ব্যাপারে লক্ষ্মীপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শরিয়তুল্লা জানান, অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।