এবারের আসরে অস্কার মনোনয়ন

অস্কার কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। এরইমধ্যে নমিনেশন তালিকাও প্রকাশ পেয়ে গেছে। এখন শুধু অপেক্ষা লাল গালিচায় বিশ্ব দাপানো তারকাদের পদচারণার। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ড। এবারের আসরের অন্যতম আলোচনায় আছে আলেজান্দ্রো ইনারিতুর ছবি ‘দ্য রেভেনান্ট’। মোট ১২টি নমিনেশন পেয়েছে এই ছবিটি। এরপর ১০টি নমিনেশন পেয়েছে জর্জ মিলারের ছবি ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’। এছাড়া ৭টি নমিনেশন পেয়েছে রিডলে স্কোটের ছবি ‘দ্য মার্টেন ল্যান্ডেন ইন থার্ড’।

এবারের নমিনেশন পাওয়া কয়েকটি ক্যাটগরির তালিকা হলো—শ্রেষ্ঠ ছবির তালিকায় রয়েছে ‘দ্য বিগ শর্ট’, ‘ব্রিজ অফ স্পাইসেস’, ‘ব্রুকলেন’, ‘দ্য মার্টেন’, ‘দ্য রেভেনান্ট’, ‘রুম’ ও ‘স্পটলাইট’। শ্রেষ্ঠ পরিচালকের তালিকায় আছেন অ্যাডাম ম্যাকি (দ্য বিগ শর্ট), জর্জ মিলার (ম্যাড ম্যাক্স: ফিউরি রোড), ইনারিতু (দ্য রেভেনান্ট), লিনে অ্যাব্রাহামসন (রুম) ও টম ম্যাক কার্থে (স্পটলাইট)। শ্রেষ্ঠ অভিনেত্রী কেট ব্লানশেট (ক্যারল), ব্রি লারসন (রুম), জেনিফার লরেন্স (জয়), চারলোতে রাম্পলিং (৪৫ ইয়ারস) ও সাওইরসে রোনান (ব্রুকলিন)। শ্রেষ্ঠ অভিনেতার তালিকায় রয়েছেন, ব্রায়ান ক্রান্সটন (ট্রাম্বো), ম্যাট ডামন (দ্য মার্টেন), লিওনার্দো দি ক্যাপ্রিও (দ্য রেভেনান্ট), মিশেল ফাসবেন্ডার (স্টিভ জবস) ও ইড্ডে রেডম্যান (দ্য ডানিশ গার্ল)।