শীত সমাচার : চুয়াডাঙ্গায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

VLUU L100, M100 / Samsung L100, M100

স্টাফ রিপোর্টার: পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। অবশ্য গত সপ্তাহের পূর্বাভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির তেমন ছোঁয়া মেলেনি। গতকাল শ্রীমঙ্গল, নওগা, নীলফমারী ও কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে গেছে। আবহওয়ার পূর্বাভাবে বলা হয়েছে, তা অব্যাহত থাকবে।
চুয়াডাঙ্গায় দিনে সূর্যটা ছিলো বেশ ঝলমলে। উষ্ণতা ছড়িয়েছে ভালোই। সন্ধ্যায় পরশু দিনের তুলনায় গতকাল শুক্রবার শীতের তীব্রতা ছিলো অনেকটাই কম। তবে রাতের গভীরতা বৃদ্ধির সাথে সাথে শীতের তীব্রতা অনুভূত হয়। গতকাল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ২৭ দশমিক ৭ ও সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো শ্রীমঙ্গলে ৮ দশমিক ৮ আর সর্বোচ্চ ছিলো খেপুপাড়ায় ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে চুয়াডাঙ্গা গতকালও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজি সোহরাব হোসেন শিক্ষা উৎসাহ বৃত্তি, শীতবস্ত্র বিতরণ ও কৃতীসন্তান সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে শঙ্করচন্দ্র সরকারি বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শঙ্করচন্দ্র দোয়ারপাড়ার ঊষা সংঘের আয়োজনে ডিঙ্গেদহ বাজারের মেসার্স এসবি ট্রেডার্স’র ব্যবস্থাপনায় শঙ্করচন্দ্র ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজি সোহরাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রহমান। তিনি বলেন কে বলে গ্রামের স্কুলে লেখা পড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ইচ্ছা থাকলেই গ্রামের স্কুলে লেকাপড়া করে অনেক বড় চাকরি করা যায়। এর দৃষ্টান্ত স্থাপন করেছে শঙ্করচন্দ্র গ্রামের কৃতি সন্তানেরা। আজকে যে শিক্ষাবৃত্তি প্রদান ও কৃতীসন্তানদের সংবর্ধনা প্রদান করা হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে গ্রামের ছাত্রছাত্রী ও অভিভাবকদের উৎসাহ বাড়ানোর জন্য। এ জন্য নিজেদের সন্তানদের প্রতি অবহেলা না করে তাদেরকে লেখাপড়া শিখিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অবিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি। বকতিয়ার হোসেন ও আল মামুনের উপস্থাপনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কনসালটেন্ট অ্যানেসথেসিয়া ডা. গোলাম মুর্শিদ ডালিম, রাজশাহী চারঘাট সদর হাসপাতালের কনসালটেন্ট সার্জারি ডা. আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. শফিউজ্জামান সুমন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাবিনা ইয়াসমিন। অতিথি ছিলেন সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সাহিনুল হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেন, ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, শঙ্করচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইউছুপ আলী, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা নান্না ও ইউপি সদস্য শওকত আলী। শেষে গ্রামের মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উৎসাহ বৃত্তি, হতদরিদ্র মানুষের মাঝে কম্বল ও গ্রামের কৃতীসন্তানদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধিত করা হয়।
অপরদিকে চুয়াডাঙ্গায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে চ্যানেল আই। গতকাল শুক্রবার সকালে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড় গ্রামে শতাধিক নারী-পুরুষের হাতে রেডিসন ব্লু সোসাইটির সৌজন্যে কম্বল বিতরণ করে চ্যানেল আই। চ্যানেল আই দর্শক ফোরাম আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আই দর্শক ফোরাম সভাপতি আব্দুস সালাম, চ্যানেল আই জেলা প্রতিনিধি রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, কার্যনিবাহী কমিটির সদস্য রফিক রহমান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালাম প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামে কয়েক শ দরিদ্র শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছেন ওই গ্রামের হারুন-অর রশিদ-রুহুল আমিন পরিবার। গতকাল বাদজুম্মা নিজ গ্রাম কালিদাসপুর উত্তরপাড়ায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে তারা এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় হারুন-অর রশিদ ও রুহুল আমিনের দু সহোদর ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন, রায়হান উদ্দীন, আজিজুল হক, রবিউল হক, আলম হোসেন বিশ্বাস, ওয়াজ কুরুনি, রবিউল ইসলাম মেম্বর, বকুল হোসেন, আইজেল হক, সুমন হোসেন, শিপু প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানয়েছেন, দামুড়হুদা ওরা বন্ধু সংঘের উদ্যোগে ও রাব্বি টেলিকমের সার্বিক সহযোগিতায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে কাজল বিদ্যা নিকেতনে এলাকার দুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ওরা বন্ধু সংঘের সভাপতি তানজির আহাম্মেদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজল বিদ্যা নিকেতনের পরিচালক হাফিজুর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্সের চুয়াডাঙ্গা-২ সার্ভিস সেল ইনচার্জ গোলাম ছরোয়ার ছোটন, ওরা বন্ধু সংঘের যুগ্ম সম্পাদক আসলাম মিয়া, সাংস্কৃতিক সম্পাদক বাবু, ক্যাশিয়ার লাভলু মিয়া, ডা. শহিদুল ইসলাম প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, একঝাক যুবকের প্রতিষ্ঠিত আলোর পথে সংস্থার উদ্যোগে দর্শনায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দর্শনা ক্যাম্পপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, সঞ্জয়, মিঠু, বিপ্লব, শ্যামল, জাহিদ, নাহিদ, নাঈম, স্বপন, হাসিবুল, দিপক, মজিদ প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরের উথলীতে প্রজিডি’র সদস্যরা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। গতকাল শুক্রবার বিকেলে উথলী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শীতার্ত শিশুদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উথলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান পিল্টু, মো. ইউনুস আলী, মো. সোয়াইব হোসেন, সালাউদ্দীন কাজল, লুৎফর রহমান লুতু, আব্দুল আলীম সজল, প্রজিডি সদস্য আলো, পলাশ, যুথি, সোনাতন ও সবেদা।