জাকার্তায় হামলাকারীদের নাম প্রকাশ
মাথাভাঙ্গা মনির্টর: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হামলাকারী জঙ্গিদের চিহ্নিত করেছে পুলিশ। হামলাকারী ৫ জনের মধ্যে চার জনের নামও প্রকাশ করা হয়েছে। এদের দুজনের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার পুরনো অভিযোগ ছিলো। হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে বাহরুন নাইম নামের এক জঙ্গিকে সন্দেহ করছে দেশটির পুলিশ প্রশাসন। পুলিশের দাবি, নাইম এখন আছেন সিরিয়ায় আইএসের কথিত রাজধানী রাকায়, আর সেখান থেকেই তিনি এই হামলার ছক সাজিয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের মধ্যে একজনের নাম আফিফ সুনাকিম। হামলার সময় তার হাতে একটি বন্দুক ও কাধে ব্যাগ ছিলো। জঙ্গি ক্যাম্পে অংশ নেয়ায় তার বিরুদ্ধে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিলো। ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে।
ফ্রান্সে ওষুধ পরীক্ষা করতে গিয়ে ১ জন কোমায়
মাথাভাঙ্গা মনির্টর: ফ্রান্সে পরীক্ষামূলকভাবে নতুন একটি ওষুধ ব্যবহার করতে গিয়ে ৫ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটাপন্ন। তিনি কোমায় রয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইউরোপের গবেষণাগারে তৈরি নতুন একটি ওষুধ সেবন করে ওই ৫ জন অসুস্থ হয়ে পড়েন। এর কারণ খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। ওষুধটি পরীক্ষা করতে ঠিক কতোজন সেবন করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরই ওষুধটির পরীক্ষা বন্ধ করে স্বেচ্ছাসেবকদের ডেকে পাঠানো হয়েছে। ফ্রান্সের গণমাধ্যমগুলো জানায়, ওষুধটি গাঁজা-ভিত্তিক বেদনানাশক ওষুধ। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় এই খবরটি অস্বীকার করেছে।
ভারতে গরুর মাংস নিয়ে দম্পতিকে হেনস্থা
মাথাভাঙ্গা মনির্টর: ভারতের মধ্যপ্রদেশে গরুর মাংসের জন্য এক দম্পতিকে হেনস্থা করেছে উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠন। ওই মুসলমান দম্পতির অভিযোগ, ট্রেনে তারা গরুর মাংস নিয়ে যাচ্ছেন, এমন অভিযোগ তুলে তাদের ওপর হামলা চালানো হয়। মধ্যপ্রদেশের হারদা জেলার বাসিন্দা নাসিমা বানো আর তার স্বামী মুহম্মদ হুসেইন অভিযোগ করেছেন, গোরক্ষক সমিতি নামের একটি সংগঠনের সদস্যরা গোমাংস তল্লাশির নামে তাদেরকে হেনস্থা করেছে। ট্রেনে যাওয়ার সময় খিরকিয়া নামের একটি স্টেশনে ওই হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা উঠে ওই দম্পতিকে বলে যে তাদের কাছে খবর আছে কেউ গোমাংস নিয়ে ট্রেনে উঠেছেন। তারপর সবার ব্যাগ তল্লাশি শুরু করে তারা। এই দম্পতির ব্যাগও তল্লাশি করা হয়, কিন্তু তারপরেই শুরু হয় হেনস্থা। হুসেইন বিবিসিকে টেলিফোনে বলেছেন, প্রত্যেক যাত্রীর ব্যাগ বা সুটকেসে তল্লাশি করছিলো ওরা। সব মালপত্র বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়। তার স্ত্রী প্রতিবাদ করতে গেলেই স্ত্রীর হাত ধরে টানতে থাকে অভিযুক্তরা। তিনি বলেন, ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় তার স্ত্রীকে। কিছু ব্যাগ বাইরেও ফেলে দেয়া হয়েছিলো।
ছিনতাইকারী ধরতে ট্রেন থেকে মা মেয়ে লাফ
মাথাভাঙ্গা মনির্টর: মা-মেয়ে ট্রেনে করে যাচ্ছিলেন। এমন সময় এক ছিনতাইকারী মেয়ের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে দেয় দৌঁড়। ছিনতাইকারীর পেছন পেছন ছোটেন মা ও মেয়ে। উপায় না দেখে এক সময় ছিনতাইকারী ট্রেন থেকে দিলো ঝাঁপ। ছিনতাইকারীকে ধরতে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিলেন মা ও মেয়ে। তবে এই সাহসী চেষ্টায় ছিনতাইকারীকে ধরতে ব্যর্থ হয়ে মা-মেয়ের গন্তব্য হাসপাতাল। হিন্দুস্তান টাইমসের খবরে গতকাল শুক্রবার বলা হয়েছে, ভারতের ছত্তিশগড় রাজ্যের কোরিয়া জেলার বাসিন্দা আশা তিওয়ারি ও তার মেয়ে অঞ্জনা। তারা নর্মদা এক্সপ্রেস ট্রেনে করে বিলাসপুর থেকে ইন্দোরে যাচ্ছিলেন। এমন সময় এক ছিনতাইকারী আশার ভ্যানিটি ব্যাগ নিয়ে দেয় দৌঁড়। মা-মেয়েও চলন্ত ট্রেনেই ছিনতাইকারীকে ধরতে দৌঁড় দেন। ছিনতাইকারী পালিয়ে যায়। তবে ট্রেন থেকে ঝাঁপ দেয়ায় মা ও মেয়ে আহত হয়ে ভর্তি হয়েছেন ভোপালের হামিদিয়া হাসপাতালে।
পশ্চিম আফ্রিকায় আবারও ইবোলায় মৃত্যু
মাথাভাঙ্গা মনির্টর: পশ্চিম আফ্রিকাকে ইবোলামুক্ত ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই সিয়েরা লিওনে আরো একজনের মৃত্যু হয়েছে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে। রাজধানী ফ্রিটাউনের কর্মকর্তারা বলছেন, উত্তরাঞ্চলীয় একটি জেলায় যে রোগীটির মৃত্যু হয়েছে তার স্বাস্থ্য পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে তিনি ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বৃহস্পতিবারই ঘোষণা করেছিলো যে পশ্চিম আফ্রিকা থেকে ইবোলা ভাইরাসকে নির্মূল করা হয়েছে। আর সিয়েরা লিওনকে ইবোলামুক্ত ঘোষণা করা হয়েছিলো ৭ই জানুয়ারি। তবে এই ঘোষণার সময় সংস্থাটির পক্ষ থেকে সতর্ক করে দেয়া হয়েছিলো যে, তার মানে এই নয় যে এখানে আর কেউ এই ভাইরাসে আক্রান্ত হবে না। এই ভাইরাসে পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনে গত দু বছরে ১১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু সিয়েরা লিওনেই নিহত হয়েছে প্রায় চার হাজার মানুষ।