স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নতিপোতায় প্রীতি ফুটবল ম্যাচে ব্রাইট স্টার স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কালিয়াবকরী সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত খেলায় ব্রাইট স্টার স্পোর্টিং ক্লাব ১-০ গোলে ব্রাজিল একাদশকে হারিয়ে জয়লাভ করে। ব্রাইট স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষে অসাধারণ গোলটি করে ক্ষুদে খেলোয়াড় রাসেল আহমেদ। রেফারির দায়িত্বে ছিলেন হাবিবুর রহমান। এ সময় খেলাটি উপভোগ করেন এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ক্রীড়ানুরাগী অসংখ্য দর্শকবৃন্দ। পরে ফুলের মালা নিয়ে করিমনযোগে এলাকায় বিজয় মিছিল করে খেলোয়াড়বৃন্দ। সন্ধ্যায় ব্রাইট স্টার ইংলিশ কোচিং সেন্টার ও ব্রাইট স্টার স্পোর্টিং ক্লাবের স্বত্বাধিকারী সাংবাদিক জহির রায়হান সোহাগকে ফুলেল শুভেচ্ছা দেন কোচ পারভেজ আহমেদ, অধিনায়ক সুমন আহমেদ, সহঅধিনায়ক মাহফুজুর রহমানসহ খেলোয়াড়বৃন্দ।