ঝিনাইদহ ইউপি মেম্বার ৪ দিন ধরে নিখোঁজ

ঝিনাইদহ প্রতিনিধি: গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহ গান্না ইউনিয়ন পরিষদের মেম্বার মোবারক হোসেন মোহন (৪২)। তার পরিবার অভিযোগ করে জানায়, মোহন গত মঙ্গলবার কালুহাটি মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হচ্ছিলেন। এ সময় সাদা পোশাকের লোকজন পুলিশ পরিচয়ে তাকে ধরে নিয়ে যায়। এ ব্যাপারে মোহনের স্বজনরা ঝিনাইদহ সদর থানায় জিডি করতে গেলে জিডি নেয়া হয়নি। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার এবং চণ্ডিপুর গ্রামের আমিনুদ্দীনের ছেলে।
এলাকাবাসি জানান, গত ৭ জানুয়ারি কালুহাটি গ্রামের বেলেখাল বাজারে ধর্মান্তরিত সমির উদ্দিন মণ্ডল ওরফে সমির খাজা নামে এক বয়োবৃদ্ধ হোমিও চিকিৎসক খুন হওয়ার পর গান্না ইউনিয়নের কালুহাটিসহ বিভিন্ন গ্রামে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। শিবির ও জামায়াতের বেশ কয়েকজন নেতাকেও পুলিশ খুঁজছে। সমির নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস দায় স্বীকার করে বিবৃতি দেয়। এ খবর বিভিন্ন টিভি ও পত্রিকায় প্রকাশিত হয়। মোহন নিখোঁজ হওয়ার ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, আমার জানামতে মোহন নামে কাউকে পুলিশ গ্রেফতার বা আটক করেনি।