স্টাফ রিপোর্টার: ভণ্ড কবিরাজের নিকট থেকে পানিপড়া নিয়ে ফেরার সময় আলমডাঙ্গার পল্লি ঘোলদাড়ি ও কবিখালীর মা-মেয়ে নাতিসহ ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে আলমসাধুচালক ঘোলদাড়ির আব্দুস সামাদও রয়েছে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঘোলদাড়ির আনিছ উদ্দীনের ছেলে আব্দুস সামাদের আলমসাধুযোগে একই গ্রামের লুৎফর মণ্ডলের স্ত্রী সুন্দরী (৬০), কবিখালীর নূরু ভুইয়ার স্ত্রী মাফিয়া খাতুন (৪৩) তার মেয়ে রুপালী ও রুপালীর তিন বছর বয়সী মেয়ে হাবিবা খাতুন গুজবে কান দিয়ে হুচুকে মেতে চানপুরের ভণ্ড কবিরাজর আস্তানায় যায়। সেখান থেকে পানি পড়া নিয়ে বাড়ি ফেরার সময় ঘোলদাড়িতে দুর্ঘটনার কবলে পড়ে। একই আলমসাধুযোগে বাড়ি ফেরার সময় ঘোলদাড়ির গৃহবধূ শাহানারাও আহত হন। গতকাল বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।