স্টাফ রিপোর্টার: যশোরে বাহরাইনের সাথে অন্তত ড্র করেছিলো বাংলাদেশ অলিম্পিক দল। কিন্তু ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে সেটিও পারলো না। নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে গতকাল বাংলাদেশ অলিম্পিক দল হেরে গেছে ২-০ ব্যবধানে। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে মালদ্বীপ। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে বাংলাদেশ অলিম্পিক দল। সেমিফাইনালে উঠতে হলে আগামী শনিবার শেষ ম্যাচে কম্বোডিয়াকে শুধু হারালেই চলবে না, জয়ের ব্যবধানটাও বড় হতে হবে। একই সাথে তাকিয়ে থাকতে হবে বাহরাইন-মালদ্বীপ ম্যাচের দিকেও।