স্টাফ রিপোর্টার: সোহরাব হোসেন সুরাপ খেঁজুরগাছ থেকে পড়ে নয়, দ্বিতীয় স্ত্রীর হাতে বেগোর খান্দ অংশের পিটুনিতে আহত হয়েছে। গতপরশু বুধবার সুরাপকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির সময় সুরাপ খেজুরগাছ থেকে পড়ে আহত হয়েছে বলে জানালেও গতকাল তার গ্রামে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সালিস বসলে পিটুনির বিষয়টি প্রকাশ পায়। সোহরাব হোসেন সুরাপ চুয়াডাঙ্গা জেলা সদরের হানুরবাড়াদী গ্রামের ইয়াকুব মণ্ডলের ছেলে। কয়েক বছর আগে দশমীর বুলু বেগমকে বিয়ে করে চুয়াডাঙ্গার পলাশপাড়ায় ভাড়ায় রাখে। কিছুদিন ধরে খোঁজখবর না নেয়ায় গতপরশু বুলু খাতুন তার স্বামীর বাড়ি গেলে প্রতিরোধের মুখে পড়ে। মারামারির এক পর্যায়ে বুলু খেজুরের বেগোর যে অংশে কাটা থাকে সেই অংশ তথা খান্দ দিয়ে আঘাত করে। সুরাপের শরীর কাঁটা ফুটে যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিলেও অর্থাভাবে তাকে নেয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন নিকটজনেরা। গতকাল দ্বিতীয় স্ত্রীকে নিয়ে গ্রামে সালিস বসে বলে জানা গেছে। সালিসে দ্বিতীয় স্ত্রীর সাথে সুরাপের বিচ্ছেদ হয়েছে বলে মাতবরদের কয়েকজন জানিয়েছেন।