দৌলতপুরে আওয়ামী লীগের দু গ্র“পের সংঘর্ষে আহত ১০ : পুলিশের গুলি বর্ষণ

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের দু গ্র“পের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা পরিষদ বাজারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাই টোকেন চৌধুরীর ক্যাডারবাহিনী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আ. কাদের গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় নিয়াত আলী (৪৫), আ. কাদের (৪২), উজ্জ্বলসহ (৩২) ১০ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। ঘটনাস্থল থেকে নিয়াত আলী, লিটন, মঈদুল ও জলিমদ্দিনকে আটক করেছে। দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।