স্টাফ রিপোর্টার: পিনাক ঘোষের শতকে এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বড় পুঁজি পাওয়ার পর বোলারদের দাপটে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে ১৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে মেহেদি হাসান মিরাজের দল। আগামী শনিবার হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৯৯ রান করে বাংলাদেশ। শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়তে পারলেও শুরুটা কিন্তু ভালো হয়নি স্বাগতিকদের। দ্বিতীয় ওভারেই ফিরে যান সাইফ হাসান। একাদশ ওভারে ৪৪ রানে বিদায় নেন জয়রাজ শেখ। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন ও পিনাকের ব্যাটে প্রতিরোধ গড়ে বাংলাদেশ। ৩২.২ ওভারে ১৭৯ রানের দারুণ জুটিতে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন পিনাক-নাজমুল।
জুনিয়র টাইগারদের পক্ষে তিনটি করে উইকেট নেন পেসার মেহেদি হাসান রানা (৩/৩৫) ও বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ শাওন (৩/১৯)। অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন দুই উইকেট নেন ১৮ রানে।