দর্শনা অফিস: দর্শনা পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান, কাউন্সিলর রেজাউল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে। পৌরসভার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে রামাযুসের আয়োজনে গতকাল বুধবার দর্শনা মেমনগর মোড়ে অনুষ্ঠিত সংবর্ধনাকালে সংবর্ধিত পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, দর্শনার উন্নয়ন আপনাদের সাথে নিয়েই করা হবে। পৌরবাসীর সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতকরণে যা যা করা দরকার আপনার সহযোগিতা নিয়ে তাই করবো। এছাড়া এ শহরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে প্রয়োজনে প্রতিটি মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করা হবে। তিনি আরো বলেন, দর্শনাকে মডেল পৌরসভায় উন্নীত করা হবে। রামাযসের সভাপতি ফয়সালের সভাপতিত্বে সভায় আরো আলোচনা করেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা আবুল কালাম, মোজাহারুল ইসলাম, মোশাররফ হোসেন, আ. রফিক কাবি, হাতেম মণ্ডল, শফিকুল আলম, মুকুল মিয়াজি, ফজলুর রহমান, নিপুন, ফলেহার প্রমুখ। দর্শনা মেমনগর সকাল সন্ধ্যা সাংস্কৃতিক সংগঠন, দাসপাড়া মন্দির কমিটি, মাইক ডিপার্টমেন্টের পক্ষ থেকে মতিয়ার রহমান বিশু, আ. হামিদ, আনন্ত দাস এবং মিঠু দাস নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান ও কাউন্সিলর রেজাউল ইসলামকে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা দিয়েছেন।