পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটি দেশের টেকসই উন্নয়নের চাবিকাঠি
বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদা উপজেলা পরিষদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০১৪-২০১৯) বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদের আয়োজনে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক নিশ্চিত কুমার পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের চুয়াডাঙ্গা জেলার উপপরিচালক আনজুমান আরা, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের খুলনা বিভাগীয় ফ্যাসিলিটেটর মো. গিয়াস উদ্দিন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল ও জেলা তথ্য অফিসার আবু বক্কর। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রকৌশলী ইলিয়াস হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নূর জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, উপজেলা প.প. কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি প্রমুখ।
সভায় প্রধান অতিথি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের বিভিন্ন সূচকে প্রতিবেশী বেশ কয়েকটি দেশের চেয়ে নুতন উচ্চতায় পৌঁছে গেছে। দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছ। ২০২১ সালের মধ্যে এদেশ একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করার যে প্রয়াস তা ইতোমধ্যেই বাস্তবায়নের পথে। এদেশ এখন উন্নয়নের মহাসড়কে। একটি দেশের টেকসই উন্নয়নই দেশের প্রকৃত উন্নয়ন। তাই বর্তমান সরকার এখন থেকে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন। বাংলাদেশ এখন সারাবিশ্বের কাছে উন্নয়নের রোলমডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। এটাকে উন্নয়নের চাবিকাঠি হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং টেকসই উন্নয়নের মধ্যদিয়ে এদেশ সত্যিকার অর্থেই সোনার বাংলা হিসেবে গড়ে উঠুক এই হোক আজকের এ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রত্যাশা। মতবিনিময় শেষে তিনি পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০১৪-২০১৯) বইয়ের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার সানোয়ার হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম, নাজির জহির উদ্দিন বাবুর ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।