স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ও দর্শনা আইসি তদন্ত কেন্দ্র অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার আসামি দর্শনা বাসস্ট্যাণ্ড এলাকার শাকিবকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার বিকেলে দর্শনা বাসস্ট্যাণ্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যাণ্ড এলাকার আব্দুল খালেকের ছেলে শাকিব (২২) একটি চাঁদাবাজি মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস, এসআই ইব্রাহিম আলী ও দর্শনা আইসি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফেরদৌস ওয়াহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা বাসস্ট্যাণ্ড এলাকায় অভিযান চালিয়ে শাকিবকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।