স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দ্বিতীয় বারের মতো আজ বৃহস্পতিবার শুভ উদ্বোধন হতে যাচ্ছে নাইটিঙ্গেল প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতার। প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ, সর্বোচ্চ স্কোরার, সর্বোচ্চ উইকেট শিকার ও বিগ সিক্স হাকানো খেলোয়াড়কে পুরস্কার দেয়া হয়। এনপিএল ক্রিকেট লিগে যে ৮টি টিম অংশগ্রহণ করবে: ১. ফ্রিডম ফাইটার আটকবর ২. ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস ৩. চুয়াডাঙ্গা রয়েল্স ৪. আলমডাঙ্গা নাইট রইর্ডাস ৫. রয়েল চ্যালেঞ্জার মুন্সিগঞ্জ ৬. সানরাইজার দশমাইল ৭. কিংস ইলেভেন জীবননগর ৮. দর্শনা ডেয়ারডেভিল্স। দলগুলোর ক্ষেত্রে বিশেষত: হলো যে ক্রিকেটাদের বাড়ি যে এলাকায় সে ক্রিকেটার সেই এলাকার টিমে খেলতে পারবে। তবে ক্রিকেট একাডেমির কিছু ভালো ক্রিকেটারদের আইকন খেলোয়াড় হিসেবে ধরে টসের মাধ্যমে ৮টি টিমে ভাগ করে দেয়া হয়েছে। যাতে প্রতিযোগিতাপূর্ণ খেলা হয়। চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবলমাঠে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এনপিএল ক্রিকেটের উদ্বোধন করা হবে। তবে একই দিন একই মাঠে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক মাদকদ্রব্য ধ্বংস করা হবে। বিধায় ওই অনুষ্ঠানের পরপরই এনপিএল লিগের উদ্বোধন করা হবে বলে এনপিএল কর্তৃপক্ষ জানিয়েছেন। ক্রিকেটারদেরকে আজ ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার মধ্যে মাঠে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব।