স্টাফ রিপোর্টার: চুয়াডায় হরিজন সম্প্রাদয়ের ভূইমালী সংগঠন পক্ষ থেকে ফুটবল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার অস্থায়ী কার্যালয়ের সামনে চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জ বিন্দাবনপাড়ার হরিজন সম্প্রদায়ের যুবকদের মাঝে এ ফুটবল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভূইমালী সংগঠন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি গোকুল সর্দ্দার ভূইমালী, সাংগঠনিক সম্পাদক নিশিকান্ত সর্দ্দার ভূইমালী, ক্রীড়া সম্পাদক সুবল সর্দ্দার ভূইমালী। বিন্দাবনপাড়ার উপস্থিত ছিলেন মন্টু সর্দ্দার ভূইমালী, দিগন্ত সর্দ্দার ভূইমালী, রাম সর্দ্দার ভূইমালী, সৌরভ সর্দ্দার ভূইমালী প্রমুখ।