জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার ধোপাখালী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে মদসহ ধোপাখালীর শাহাদত মিয়াকে (৪০) আটক করেছে। গত মঙ্গলবার রাত ১টার দিকে ধোপাখালী বিজিবি সদস্যরা মাধবখালী রাস্তার ওপর অভিযান চালিয়ে ২ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করে। এছাড়াও মেদিনীপুর বিজিবি ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধোপাখালী বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার আলী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবখালী রাস্তার ওপর রাত ১টার দিকে ওত পেতে বসে থাকেন। এ সময় ২ বোতল মদসহ মাধবখালী গ্রামের মৃত ওয়াজ মণ্ডলের ছেলে শাহাদতকে আটক করেন। ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনের ২২ এর গ ধারা মোতাবেক মামলা দায়েরসহ শাহাদতকে গতকাল বুধবার জীবননগর থানাতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও মেদিনীপুর বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে হরিহরনগর খালের পাড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।