মাথাভাঙ্গা মনিটর: একজনের আছে জাদুকরী বাঁ পা, আরেকজনের জাদুকরী বাঁ হাত। একজন বাঁ পায়ে ইনসাইড-আউটসাইড কাট করে ডিফেন্ডারদের বোকা বানাতে পছন্দ করেন, আর অন্যজন ইনসুইং-আউটসুইংয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করাটাকে নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে। একজন বর্তমান সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি, অন্যজন সর্বকালের সেরা বোলারদের একজন ওয়াসিম আকরাম।
এ দুজন একসাথে দেখা হলে কী করবেন? নিজেদের খেলা নিয়ে আলোচনায় মেতে উঠবেন? টিপস দেবেন? নাকি একে অন্যকে একইভাবে বোকা বানাবেন?
মাঠে একে অন্যের সাথে দেখা হয়তো হচ্ছে না। তবে মেসি ও ওয়াসিম দুজনের একসঙ্গে দেখা হয়েছে টিভির পর্দায়। বিখ্যাত ওয়েফারস কোম্পানি লেইসের নতুন বিজ্ঞাপনে একসাথে দেখা গেছে দু জগতের দু সেরাকে।
বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে, মেসি ইতালির একটি পাথর বাঁধানো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাতে লেইসের প্যাকেট। এমন সময় রাস্তার পাশে দাঁড়ানো এক পেইন্টার মেসির পোর্ট্রেট করে দেয়ার প্রস্তাব করলো। মেসি রাজি হয়ে গেলেন। কিন্তু ব্যাপারটি পুরোটাই ছিলো ওই ‘চালাক’ চিত্রশিল্পীর ভাঁওতাবাজি। মেসির পোর্ট্রেট করা তো বাহানা মাত্র, তার মূল উদ্দেশ্য ছিলো মেসির হাতে থাকা প্যাকেট থেকে লেইস চিপস সাবাড় করা। ব্যাস, যেই ভাবা সেই কাজ। বেশ ‘মনোযোগ’ দিয়ে মেসির পোর্ট্রেট করতে বসলেন ওই চিত্রশিল্পী। আর্জেন্টাইন ফরোয়ার্ডের নিখুঁত পোজ পাওয়ার জন্য বারবার তাকে উল্টো দিকে ঘুরতে বলছিলেন, আর এ সুযোগে প্রতিবারই একটি-দুটি করে চিপস হাওয়া। যতক্ষণে পোর্ট্রেট শেষ হলো, ততোক্ষণে চিপসও শেষ। কিন্তু মেসির ‘দুঃখ’ এখানেই শেষ হলো না। ওই চিত্রশিল্পী এতই লেইসে মজে ছিলেন যে, মেসির জায়গায় পোর্ট্রেটও এঁকে ফেললেন লেইসের প্যাকেটেরই। ‘বেচারা’ মেসি কী আর করবেন, হেসে ব্যাপারটি মেনে নিলেন।