স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা হাজি আলী আজগার টগরের মা শখের বানু গুরুতর অসুস্থ। তিনি ঢাকার মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন। এমপি হাজি আলী আজগারের মায়ের সুস্থতা কামানায় সকলের নিকট দোয়া কামানা প্রার্থনা করা হয়েছে।
চুয়াডাঙ্গা দামুড়হুদার রঘুনাথপুরের মরহুম আব্দুল ওহাবের স্ত্রী শখের বানুর বয়স বর্তমানে আশির কাছাকাছি। সম্প্রতি তিনি হৃদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হন। তাকে দ্রুত নেয়া হয় হাসপাতালে। গত ৩০ ডিসেম্বর থেকে ঢাকার মডান হাসপাতালে চিকিৎসাধীন। চুয়াডাডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরসহ পরিবারের সদস্যরা গুণি গর্বধারীনি শখের বানুর আশু রোগমুক্তি কামানায় সকলের নিকট দোয়া চেয়েছেন।